বিশ্বকর্মা পূজায় মেতে উঠল শান্তিপুর থানা।

বিশ্বকর্মা পূজায় মেতে উঠল শান্তিপুর থানা। শান্তিপুর থানার সমস্ত ড্রাইভারদের উদ্যোগে শান্তিপুর থানায় হল মহাসমারোহে পালিত হল বিশ্বকর্মা পুজো। শুধু তাই নয় পুলিশে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পূজো দেয়া হলো নিষ্ঠা ভরে। রয়েছে বিশেষ ভোগের ব্যবস্থাও।