পোল্ট্রি ফার্মের কর্মীদের ঢুকতে বাধা এলাকাবাসীর নদীয়ার কল্যানী ১৮নং ওয়ার্ডের লেয়ার ফার্মের বাইরে বিক্ষোভ এলাকাবাসীর, ঘটনাস্থলে পুলিশ

পোল্ট্রি ফার্মের কর্মীদের ঢুকতে বাধা এলাকাবাসীর
নদীয়ার কল্যানী ১৮নং ওয়ার্ডের লেয়ার ফার্মের বাইরে বিক্ষোভ এলাকাবাসীর, ঘটনাস্থলে পুলিশ

মলয় দে নদীয়া:-
নদীয়ার কল্যানী পৌরসভার ১৮নং ওয়ার্ডে সরকারি জায়গায় পিপিপি মডেলে গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম। সেখানে প্রতিদিন লক্ষাধিক ডিম উৎপাদন হয়।
স্থানীয়দের অভিযোগ, এই পোল্ট্রি ফার্ম থেকে দুর্গন্ধ ছড়ায় বিস্তৃর্ণ এলাকা জুড়ে। কল্যাণী সহ পাশের জেলা উত্তর ২৪ পরগনার কাঁচড়াপারা জুড়ে দুর্গন্ধ ছড়ায়। এমনকি পোল্ট্রির পশম ছড়িয়ে পড়ছে বাতাসে। রোগ ছড়াচ্ছে মানুষের শরীরে।
অভিযোগ, বার বার জানিয়েও সংস্থা কোনো ব্যবস্থা নেয়নি। যার ফলে বিরাট এলাকা জুড়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। এর আগেও একই বিষয় নিয়ে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয়রা। পরে প্রশাসন আশ্বাস দিলে আন্দোলন থেকে সরে দাড়িয়ে ছিল।কিন্তু কোনো সমস্যার সমাধান না হওয়ার কারণে আজ কর্মীদের প্ল্যান্টে ঢুকতে বাধা দেয় স্থানীয়রা।
স্থানীয়দের আরও অভিযোগ, আলোচনায় বসার পর কয়েকদিন ঠিক ছিল। কিন্তু আরও বেশি দুর্গন্ধ ছড়াচ্ছেn এলাকায়।

বাইট :
১) সুজয় শিকদার, স্থানীয়
২) মলয় রায়, প্ল্যান্টের কর্মী