পুকুরের মাছ ও আম বিক্রি করে আয়োজন করা হয় উরসের

পুকুরের মাছ ও আম বিক্রি করে আয়োজন করা হয় উরসের

হরিশ্চন্দ্রপুর,১০ ডিসেম্বর : পীর সৈয়দ কিবলা ফজলুর রহমানের স্মৃতি স্মরণে হরিশ্চন্দ্রপুরের গাঙ্গোর ও কুশলপুর গ্রামে আগামীকাল ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে উরসের মেলা। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে মেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৭১ সাল থেকে হয়ে আসছে এই মেলা।
এবছর ৫৩ তম বর্ষে পদার্পণ করলো মেলা। এই মেলাকে ঘিরে দুইদিন ধরে কাওয়ালী প্রতিযোগিতার আয়োজন করা হয়। উরস কমিটির সভাপতি হবিবুর রহমান বলেন,১৯৭১ সালে বাংলাদেশ যখন ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করে নিজেকে স্বাধীন বলে ঘোষণা করে। সে বছর গাঙ্গোর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে ওলাওঠা মহামারী দেখা দেয়। পার্শ্ববর্তী গ্রাম কুশলপুরে এই মহামারী রোগ কাউকে স্পর্শ করতে পারেনি। এলাকার মানুষকে এই মহামারী থেকে রক্ষা করেছিলেন এই পীর বলে বিশ্বাস গ্রামবাসীদের। সেই থেকে গাঙ্গোর ও কুশলপুর গ্রামের বাসিন্দারা পীরের স্মরণে উরসের মেলা করে আসছেন। উরস কমিটির সভাপতি নাইম আক্তার বলেন,এই পীরের মাজারের নামে ৩৯ বিঘা জমি রয়েছে। আমবাগান ও পুকুর রয়েছে কিছু জমিতে। পুকুরের মাছ,আম ও উলু ঘাস বিক্রি করে প্রতিবছর উরসের মেলার আয়োজন করা হয়। দুই দিন ধরে মাজারকে ঘিরে চলে ফাতেহা ও জিয়ারত। এই পীরের মাজারে জিয়ারত করে অনেকেই উপকৃত হয়েছেন।খুশি হয়ে অনেকেই মাজারে ছাগল ও মুরগি দান করে থাকেন। মালদহ জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য বিহার ও ঝাড়খন্ড থেকে অসংখ্য মানুষ মেলায় আসেন। দুই দিনব্যাপী প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়।