গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকার জাল নোটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে চকদেওনাপুর এলাকায় অভিযান চলায় পুলিশ।

সুমিত ঘোষ মালদা: গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষ টাকার জাল নোটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে চকদেওনাপুর এলাকায় অভিযান চলায় পুলিশ। সেখান থেকেই ওই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৯৮ হাজার টাকার জালনোট উদ্ধার হয়। উদ্ধার হওয়া জালনোটগুলি সবই ৫০০ টাকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আব্দুর রহিম এবং রহিম শেখ। ধৃতদের বাড়ি চকদেওনাপুর এলাকায় । এই এলাকা থেকে ভারত – বাংলাদেশ সীমান্তের দূরত্ব কয়েক কিলোমিটার। এদিন চকদেওনাপুর স্ট্যান্ডের কাছেই ওই দুইজন জাল নোটগুলি নিয়ে জড়ো হয়েছিল। গাড়ি করে তাদের বাইরে কোথাও যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পুলিশ গোপনে খবর পেয়ে অভিযান চালায়। হাতেনাতে দুজনকে জালনোট সহ গ্রেফতার করে পুলিশ । শুক্রবার ধৃতদের মালদা আদালতে পেশ করেছে পুলিশ।