উচ্চশিক্ষা লাভ না করেও গৃহবধূ ছাপার অক্ষরের মত লিখে ফেললেন ৫৪০ পৃষ্ঠার কোরআন শরীফ

উচ্চশিক্ষা লাভ না করেও গৃহবধূ ছাপার অক্ষরের মত লিখে ফেললেন ৫৪০ পৃষ্ঠার কোরআন শরীফ

মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা। না আছে উচ্চশিক্ষা, না আছে বিশেষ কোনও প্রশিক্ষণ। তবু ধর্মের প্রতি গভীর বিশ্বাস, অসাধারণ ইচ্ছাশক্তি এবং অনন্য হস্তাক্ষরের জোরে অবিশ্বাস্য এক কাজ করে দেখালেন নদিয়ার শান্তিপুরের ২২ নং ওয়ার্ডের কারিগর পাড়ার বাসিন্দা আমেনা বিবি। মাত্র তিন মাসে আরবি ভাষায় পুরো ৫৪০ পৃষ্ঠার কোরআন শরীফ হাতে লিখে সকলকে চমকে দিয়েছেন এই গৃহবধূ।

সাংসারিক ব্যস্ততা সামলেও প্রতিদিন নিয়মিত সময় বের করে নিখুঁত হাতের লেখায় এই মহৎ কাজটি সম্পন্ন করেন তিনি। আমেনা বিবির স্বামী রশিদুল শুরু থেকেই স্ত্রীর উদ্যোগে সবরকম সহযোগিতা করেছেন। পরিবার থেকেও মিলেছে পূর্ণ সমর্থন। বিশেষ করে তাঁর দুই নাতি এই লেখার কাজে নানা ভাবে সাহায্য করেছে বলে জানান তিনি।

স্থানীয় মসজিদের ইমাম সাহেব আমেনা বিবির এই অসাধারণ উদ্যোগ দেখে প্রশংসা করতে ভোলেননি। তাঁর মতে, উচ্চশিক্ষা ছাড়াই এমন নিখুঁত আরবি লেখা সত্যিই বিরল এবং অনুপ্রেরণাদায়ক। এলাকাবাসীও এমন চমৎকার হস্তাক্ষর ও অধ্যবসায় দেখে মুগ্ধ।

দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা ও বিশ্বাসের এক অপূর্ব দৃষ্টান্ত হয়ে উঠেছেন শান্তিপুরের এই গৃহবধূ। তাঁর হাতে লেখা কোরআন শরীফ এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু