আবারো পথদুর্ঘটনা নদীয়ার বগুলার পূর্বপাড়ার বাসিন্দা শ্রী গোবিন্দ কাঞ্জিলাল আজ সকাল ৮:৩০ নাগাদ ভয়াবহ অটোরিকশা দুর্ঘটনা ঘটে

আবারো পথদুর্ঘটনা নদীয়ার বগুলার পূর্বপাড়ার বাসিন্দা শ্রী গোবিন্দ কাঞ্জিলাল আজ সকাল ৮:৩০ নাগাদ ভয়াবহ অটোরিকশা দুর্ঘটনা ঘটে, অটোর সঙ্গে অটো ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁস খালির গাড়াপোতা রাস্তায়। এই ঘটনায় মারাত্মকভাবে জখম হন বগুলার ভবানীপুরের বাসিন্দা এক ফুচকা বিক্রেতা পারিবারিক সূত্রে জানা যায় সকালে বাড়ি থেকে বেরিয়ে যায় কাজ আছে বলে হাসপাতালে এসে তার স্ত্রী বলেন তারপর একটু পরেই খবর আসে দুর্ঘটনা খবর শুনে সঙ্গে সঙ্গে চলে আসে বগুলা গ্রামীণ হাসপাতালে এসে দেখে সে আর এই পৃথিবীতে নেই। কথা বলতে বলতে এরই মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে পড়ছেন তার স্ত্রী। বলে জানা যায়। ওই মৃত ব্যক্তির নাম গোবিন্দ কাঞ্জিলাল তার আনুমানিক বয়স 35 বছর বলে জানা যায়। তিনার আসল বাড়ি কলকাতার ভবানীপুরে। কিন্তু কর্মসূত্র এসে থাকতো বগুলার পূর্বপাড়া ভাড়া বাড়িতে বাস করতেন। রেখে গেলেন নাবালক নাবালিকা শিশু এই ঘটনায় নেমে এসেছে এলাকায় শোকের ছায়া। আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানিয়েছে তা তুলে ধরছি আপনাদের সামনে নদীয়ার বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট