আজ বহুল আলোচিত আরজি কর মামলার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা, তার প্রাকমুহুর্তে পরিবারের মতামত
মলয় দে নদীয়া:-
সোমবারই বহুল আলোচিত আরজি কর মামলার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত। তার আগে এদিন সকালে সোদপুরের বাড়ি থেকে বেরোনোর আগে বাবা মা বলেন ‘রায়ের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই তবে শুধু সঞ্জয় রায় যারা যারা জড়িত তাদের সকলেরই আমি কঠোর শাস্তি চাইছি। আমাদের একমাত্র মেয়ে চলে গেছে সেদিনই আমাদের স্বপ্ন সেদিনই শেষ হয়ে গেছে। এখন কেবল আমাদের লড়াই নিয়ে বেঁচে থাকতে হবে। এই সমাজকে কালিমা মুক্ত করার যে লড়াই সে লড়াই আমাদের চলবে।
জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন যাতে আমরা বিচার পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি, গত শনিবার তিনি সেই ইঙ্গিত দিয়েছেন।
তারা বলেন আজকে আমরা আদালতে যাচ্ছি ভবিষ্যতের রায়ের কপি পাব এবং এই আন্দোলন যাতে তার লক্ষ্য নিয়ে