আজ নদীয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় গোবিন্দ সরকার মহাশয়ের মানবিক কর্মকাণ্ডের পরিচয় পাওয়া গেল।

আজ নদীয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় গোবিন্দ সরকার মহাশয়ের মানবিক কর্মকাণ্ডের পরিচয় পাওয়া গেল। এই দিন গোবিন্দ সরকার মহাশয় বাদকুল্লা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চারটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও মায়েদের বসার সুবিধার্থে কম্বল প্রদান করেছেন। শীতের মৌসুমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসার শিশু ও মায়েদের মেঝেতে বসতে অসুবিধার কথা জানতে পেরে তিনি দ্রুত এই কম্বল প্রদানের সিদ্ধান্ত নেন। এর আগেও গোবিন্দ সরকার মহাশয় বিভিন্ন সামাজিক কাজের পরিচয় আমরা পেয়েছি। এলাকার মানুষের কথায় প্রচার বিমুখ, পরোপকারী সমাজ সচেতন গোবিন্দ সরকার মহাশয় বরাবর এইভাবে মানুষের সেবা করে চলেছেন। গোবিন্দ সরকার মহাশয় কে এই নিয়ে প্রশ্ন করলে তিনি জানান। আমি একসময় দেশের সেবায় সেনাবাহিনীতে ছিলাম, এখন জনসেবায় ব্রতী হয়েছি। আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানিয়েছে তা তুলে ধরছি আপনাদের সামনে। নদীয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্য রিপোর্ট