[2:24 pm, 18/11/2025] Natun Bangla News: আজ নদীয়ার বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমব্যাথির প্রকল্পের টাকা বাদকুল্লা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ সরকার মহাশয় ৬০ জনকে ২০০০ টাকা করে প্রদান করলেন। এই টাকা পেয়ে অসহায় মানুষ খুব খুশি বাদকুল্লা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আগামী দিনে মানুষের পাশে আছেন এবং থাকবেন আমাদের ক্যামেরায় ঠিক কি ছবি ধরা পরল তো তুলে ধরছি আপনাদের সামনে। নদীয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট।
[3:23 pm, 18/11/2025] Natun Bangla News: নদিয়া জেলায় আশা কর্মীদের একাধিক দাবি-দাওয়াকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নদিয়া জেলা কমিটির উদ্যোগে সোমবার কৃষ্ণনগর শহরের ব্যস্ত রাস্তায় অবরোধ করে বিক্ষোভে সামিল হন শতাধিক আশা কর্মী। ন্যূনতম মাসিক বেতন ২৮ হাজার টাকা নির্ধারণ, দীর্ঘদিনের বকেয়া ইনসেনটিভের টাকা মেটানো, পিএলআই-এর এক বছরের বকেয়া পরিশোধ, উপযুক্ত সরকারি ছুটি প্রদানসহ আরও বেশ কয়েকটি দাবিকে সামনে রেখেই এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আশা কর্মীদের অভিযোগ, রাজ্য সরকার ফোন বিতরণ করলেও সেই ফোন ব্যবহারের ক্ষেত্রে স্কিম ওয়ার্কারদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে চৌদ্দটি কঠোর শর্ত। এমনকি অন্যান্য কর্মীদের মতো মিড-ডে মিল কর্মীদের কোনো আর্থিক সহায়তাও দেওয়া হয়নি। ফলে এই শর্তাবলি প্রত্যাহার এবং সকল কর্মীর প্রতি সমান নীতি প্রয়োগের দাবিও তোলেন তারা। বিক্ষোভ চলাকালীন রাস্তায় প্রতিলিপিতে আগুন ধরিয়ে ক্ষোভ উগরে দেন আশা কর্মীরা।
নেত্রী অপর্ণা গুহ জানান, তিন-চার মাস কাজ করানোর পর একটানা কয়েক মাস ধরে ইনসেনটিভ না পাওয়ায় কর্মীরা চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। সরকারের উদাসীনতার বিরুদ্ধে এই আন্দোলন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে তাদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে। অপর্ণা গুহ হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে তারা শীঘ্রই কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন।

