২৫ শে ডিসেম্বর উপলক্ষে কেক তৈরিতে ব্যস্ত শ্রমিকরা,এবারও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকছে কেকের দাম

২৫ শে ডিসেম্বর উপলক্ষে কেক তৈরিতে ব্যস্ত শ্রমিকরা,এবারও মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকছে কেকের দাম

মলয় দে নদীয়া:-
সামনেই বড়দিন উপলক্ষে সাজো সাজে রব গোটা নদীয়া। সেজে উঠেছে নদীয়ার এ প্রান্ত থেকে ও প্রান্তের একাধিক গির্জা। হাতে আর একদমই সময় নেই, তাই ক্রিসমাস উপলক্ষে কেক তৈরি কাজে চলছে জোর কদমে। নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর সহ বেশ কিছু জায়গার কেক কারখানা গুলিতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের কেক তৈরি করছেন শিল্পীরা। তবে গত বছরের তুলনায় এ বছর মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকছে কেকের দাম, এক পাউন্ড ১৭০ টাকা দরে থাকছে কেক। কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র গোয়ারী বাজার সংলগ্ন বেঙ্গল বেকারিতে দিনরাত এক করে শ্রমিকরা তৈরি করছেন কেক। অন্যদিকে নদীয়ার রানাঘাট সহ শান্তিপুর এবং আরো বেশ কয়েকটি কেক কারখানায় একইভাবে কেক তৈরি করার ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। ২৫ শে ডিসেম্বর বড়দিন, এখন আম বাঙালির কাছে এক অনন্য উৎসব, শুধু খ্রিস্টান নয়, এই উৎসবে শামিল হতে দেখা যায় বাঙালির একাংশদের। তাই খ্রিস্টান ধর্মীয় মানুষদের মতই এই উৎসব বাঙালির কাছে প্রিয় হয়ে উঠেছে, ৮ থেকে ৮০ কেক কাটার মধ্যে দিয়ে এই ২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন উদযাপন করে থাকে সমস্ত সম্প্রদায়ের মানুষ। কথায় বলে ক্রিসমাসে কেকের জুরি মেলা ভার, কেক না খেলে মনে যে হয়না আজ ২৫ ডিসেম্বর বড়দিন। এখন শুধু সময়ের অপেক্ষায় রয়েছে খ্রিস্টীয় ধর্মীয় অবলম্বী মানুষ থেকে শুরু করে গোটা আম বাঙালি।