হরিণঘাটায় ১২ নম্বর জাতীয় সড়ক ম্যাক আউটের সামনে থেকে ভিন জেলার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

হরিণঘাটায় ১২ নম্বর জাতীয় সড়ক ম্যাক আউটের সামনে থেকে ভিন জেলার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।

মলয় দে নদীয়া:-
মঙ্গলবার সাতসকালে হরিণঘাটা থানার অন্তর্গত মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিল ছোড়া দূরত্বে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি পরিত্যক্ত জায়গায় পথ চলতি সাধারণ মানুষেরা দেখতে পাই একটি মৃতদেহ, খবর দেওয়া হয় হরিণঘাটা থানার অন্তর্গত মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে, ঘটনার খবর পেয়ে ছুটে যায় মোহনপুর পুলিশ তন্ত্র কেন্দ্রের পুলিশ, সেখান থেকে ওই মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে, হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে, সেখানে আনার পর কত বড় তো চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন, জানা যায় ওই মৃত ব্যক্তি বছর ৩৬ এর সান্টু দে সরকার, রায়গঞ্জের বাসিন্দা, একাধিক প্রশ্ন উঠে আসছে স্থানীয় সূত্র, বছর ৩৬ এর সান্টু দে সরকার এখানে এল কি করে, কি কারনে এসেছে, সে একলা এসেছে, নাকি তার সাথে আরো কেউ ছিল। কিভাবে মারা গেল, কেনই বা মারা গেল, কেউ কি মেরে এখানে ফেলে রেখে গেছে। এই পুরো ঘটনার উত্তর পাওয়া যাবে, ময়নাতদন্তের পরে। মোহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে খবর দেওয়া হয় রায়গঞ্জের মৃত সান্টু দে সরকারের পরিবারকে, ওই মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া যায়, একটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি মোবাইল ফোন। ঘটনা তদন্ত শুরু করেছে মোহনপুর পুলিশ তন্ত্র কেন্দ্রের পুলিশ।