সুমিত ঘোষ মালদা: মেঘালয়, বিহার, পাঞ্জাব সহ সাতটি রাজ্যের সাতটি দল নিয়ে এই প্রথম মালদায় শুরু হল জাতীয় মহিলা ফুটবল খেলা

সুমিত ঘোষ মালদা: মেঘালয়, বিহার, পাঞ্জাব সহ সাতটি রাজ্যের সাতটি দল নিয়ে এই প্রথম মালদায় শুরু হল জাতীয় মহিলা ফুটবল খেলা। যার নাম সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫। মঙ্গলবার সকালে মালদা ডিএসএ ময়দানে সাড়ম্বরে জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-এর উদ্বোধন হয়। উদ্বোধনী পর্বে হাজির ছিলেন মালদা ডি.এসএ-এর সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা ডি.এস.এ-এর কার্যকরি সদস্য বাবলা সরকার, প্রসেনজিৎ দাস, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ আরও অনেকেই। তারা সকলে মিলে পতাকা উত্তোলনের মাধ্যমে সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫-এর আনুষ্ঠানিক সূচনা করেন। সূচনার পরপরই প্রথম খেলায় মুখোমুখি হয় মেঘালয় বনাম বিহারের মহিলা ফুটবল দল।

বাইট – ডি.এসএ-এর সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী।