সর্বভারতীয় নিগমানন্দ মিশনের পরিচালনায়, নদীয়া জেলা নিগমানন্দ যুব সংঘ চাকদাহ শাখার ব্যবস্থাপনায়,

সর্বভারতীয় নিগমানন্দ মিশনের পরিচালনায়, নদীয়া জেলা নিগমানন্দ যুব সংঘ চাকদাহ শাখার ব্যবস্থাপনায়, পশ্চিমবঙ্গের অধীনে নদীয়া জেলার স্বাস্থ্য দপ্তর ও শান্তিপুর মোরামী সংস্থার সহযোগিতায় গত (২৫.৮.২৪) বৈকাল ৫ ঘটিকায় চাকদহ সান্যাল সদনে মরণোত্তর চক্ষুদান বিষয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছিল। উক্ত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় নিগমানন্দ মিশনের কার্যকারী সম্পাদক শ্রীমৎ প্রণবেশ চৈতন্য ব্রহ্মচারী মহারাজ সহ চাকদহ রামলাল একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্রীবিপুল রঞ্জন সরকার মহাশয়, চাকদাহ বিষ্ণুপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্রী মনোতোষ সরকার মহাশয়, চাকদহ বাপুজী বিদ্যামন্দিরের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীনির্মলেন্দু চক্রবর্তী মহাশয় ,কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের প্রাক্তন সুপার ডাক্তার শ্রী নিরূপম বিশ্বাস মহাশয়,নদীয়া জেলা স্বাস্থ্য আধিকারিক এর পক্ষ থেকে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট শ্রী চয়ন গড়ায় মহাশয়,ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি কাউন্সিল এডুকেশন এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রীযুক্ত রাজু দাস মহাশয় ,শ্রদ্ধেয় শিক্ষক শ্রী সঞ্জয় হালদার মহাশয় ,শ্রদ্ধেয় ব্যবসায়ী এবং সমাজসেবী শ্রীযুক্ত তপন কুমার মন্ডল মহাশয়,চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও ক্রিড়াবিদ শ্রীযুক্ত অশোক মন্ডল মহাশয়,চাকদহ রামলাল একাডেমির সহকারী শিক্ষক শ্রদ্ধেয় শ্রী রাজেশ চ্যাটার্জী মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই আলোচনা সভায় প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং তার মধ্যে থেকে ১৭ জন মানুষ চক্ষু দান করবার অঙ্গীকার করেছেন। বাকিরা পরবর্তীতে অঙ্গীকার করবেন বলে কথা দিয়ে গেছেন।