সর্বজনীন শ্রী শ্রী কালী পূজা উপলক্ষে গতকাল রবিবার বিকেল পাঁচটায় বগুলা হাইস্কুল প্রাঙ্গণে শ্যামশ্রী পূজা কমিটি আয়োজিত” শ্যামা উৎসবের ” উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এছাড়াও উৎসবের এই মেলা প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের স্বার্থে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি , বগুলা ইউনিটের উদ্যোগে ও এই পুজো কমিটির ব্যবস্থাপনায় বিনা পয়সায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
বর্তমান সময়ে সামাজিক দায়িত্ববোধের নিরিখে ইতিবাচক ডিজিটাল যোদ্ধা / ইউটিউবার দের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ,প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয় । এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী আশীষ মৌর্য মহাশয় , নদীয়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্রী সজল কুমার বিশ্বাস মহাশয় , নদীয়া জেলা পরিষদের মেন্টর শ্রী বানী কুমার রায় মহাশয় , হাঁসখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অমিত কুমার দাস , অধ্যাপক অজিত বিশ্বাস ,জেলা পরিষদ সদস্যা রত্না ঢালী সহ পঞ্চায়েত ও পৌর প্রশাসনের বিভিন্ন স্তরের সম্মানীয় জনপ্রতিনিধি, পুলিশ আধিকারিক, সাধারণ প্রশাসনের আধিকারিক, সম্মানীয় ডাক্তার বাবু ও স্বাস্থ্যকর্মী , সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা -অধ্যাপক -অধ্যাপিকা , বিভিন্ন সমাজকর্মী ও বৃহত্তর বগুলা তথা নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের গুণী মানুষজন ।
শ্যামশ্রী পুজো কমিটির মুখ্য উপদেষ্টা ডা : অতীন্দ্র নাথ মন্ডল বলেন আজকের এই শ্যামা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা ।
মা কালীর কাছে আমাদের বিশেষ প্রার্থনা তিনি যেন সকলকে সুস্থ ও শান্তিতে রাখেন আমাদের ক্যামেরার সামনে, এই পুজো সম্পর্কে ঠিক কি জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে। নদীয়ার বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট।


