শান্তিপুর পৌরসভায় পৌর কর্মী স্কুটি থেকে টাকা চুরির ঘটনায় এক ব্যক্তিকে বিহার থেকে গ্রেফতার করে আদালতে পাঠালো শান্তিপুর থানার পুলিশ।
গত মঙ্গলবার দিনে দুপুরে শান্তিপুর পৌরসভার ভেতর থেকে পৌরকর্মীর স্কুটির ভেতর থেকে ১লক্ষ ৮০হাজার টাকা চুড়ির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে শান্তিপুর থানার পুলিশ পৌরসভার সিসি টিভি ফুটেজ পরীক্ষা করে এক বেক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। এরপর ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে শান্তিপুর থানার পুলিশ। তারপর বিহারে ওই ব্যক্তির খোঁজ পায় শান্তিপুর থানার পুলিশ। এরপর শান্তিপুর থানার একটি প্রতিনিধি দল বিহারে গিয়ে বিহার পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তিকে বিহারের কাটিহার এলাকা থেকে গ্রেফতার করে শান্তিপুর থানায় নিয়ে আসে। জানাযায় ধৃত ব্যক্তির নাম গনেশ যাদব তিনি বিহারেরই বাসিন্দা। তবে তার কাছ থেকে চুরি হওয়া কোন টাকা-পয়সা উদ্ধার হয়নি। আজ ঘৃতকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।