রোগীর পরিবারের দুর্দশা কথা মাথায় রেখে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত আউটডোর খোলা থাকবে আগের মত
মলয় দে নদীয়া :-দীর্ঘ প্রায় দশ দিন বাদে খুলল বহির্বিভাগ , খুশি রোগী ও তার পরিবারে আত্মীয়-স্বজন। আর জি কর ঘটনার পরেরদিন থেকেই কল্যাণী মেডিকেল কলেজে পড়ুয়া চিকিৎসক ইন্টার্ন ও হাউসটাররা বিচারের এবং নিজেদের নিরাপত্তার সুনিশ্চিত করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এরফলে ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা শুধুমাত্র খোলা ছিল জরুরি বিভাগ, আর এতেই হয়রানির শিকার হচ্ছিল সাধারণ মানুষ আজ বই বিভাগে সমস্ত বিভাগের সিনিয়র চিকিৎসকরা রয়েছেন পাশাপাশি অনেকেই এই বহির বিভাগে এসে দুদিন তিনদিন ঘুরে গিয়েছেন আজ ডাক্তার দেখাতে পেরে খুশি তারা।