রাস্তার ধার থেকে দুটি নামিদামী কোম্পানির উন্নতমানের চার চাকার গাড়ির চুরি করে পালালো দুষ্কৃতীর দল ।

মালদা: রাস্তার ধার থেকে দুটি নামিদামী কোম্পানির উন্নতমানের চার চাকার গাড়ির চুরি করে পালালো দুষ্কৃতীর দল । অত্যন্ত আধুনিক এই চারচাকার গাড়ির চুরি করাতেও বিহারি দুষ্কৃতীদের যোগ দেখছে পুলিশকর্তারা। গত ৩ ফেব্রুয়ারি এই চুরির ঘটনার পর কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক মহম্মদ সাকিব হোসেন এবং রাজু আলি। ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ওই দুইজনের একটি সাদা এবং একটি কালো রঙের মাহিন্দ্রা কোম্পানির স্করপিও এস-টেন এবং এস -ইলেভেন মডেলের গাড়ি খোঁজ চালাতে পারে নি পুলিশ। দুটো গাড়ির বর্তমান মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলেও জানিয়েছেন মালিকেরা।
ওই দুই গাড়ির মালিক মহম্মদ সাকিব হোসেন এবং রাজু আলি জানিয়েছেন, কালিয়াচকের জালালপুর এবং বালিয়াডাঙ্গা এলাকার রাস্তার ধার থেকেই ৩ ফেব্রুয়ারি রাত বারোটা নাগাদ দুটি গাড়ি একইভাবে চুরি হয়। সেই চুরির পুরো বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। যেটি তদন্তের স্বার্থে দেওয়া হয়েছে পুলিশকে। ওই সিসি ক্যামেরায় ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে, ল্যাবটপের মাধ্যমে সফটওয়্যার হ্যাকিং করে গাড়ি চালিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। এই ঘটনার পিছনে বিহার অথবা ঝাড়খন্ড দুষ্কৃতীদের যোগ রয়েছে।