রাতের ঘুম উড়েছে নদীয়ার শিবুরালি সান্যাল চড়ে ভাগীরথী তীরবর্তী মানুষজনের

রাতের ঘুম উড়েছে নদীয়ার শিবুরালি সান্যাল চড়ে ভাগীরথী তীরবর্তী মানুষজনের

মলয় দে নদীয়া :-
ডানা ঘূর্ণিঝড়ে কি প্রভাব পড়বে তার আগাম সতর্কতা হিসেবে নদীয়ার শিমুরালি সান্যাল চরে গঙ্গায় যারা বসবাস করেন গঙ্গার পাশে তাদেরকে সরিয়ে নিয়ে স্কুলে রাখা হয়েছে। নৌকা চলাচল বন্ধ করা হয়েছে ওপারে হুগলি এপারে নদীয়া তাই নির্দিষ্ট সমস্যায় পড়েছে দুই জেলার মানুষ কিন্তু বিপদের কথা মাথায় রেখেই প্রশাসনিক এই সিদ্ধান্ত। তবে হুগলি জেলায় কমলা সতর্কতা জারি হলেও নদীয়া জেলার ক্ষেত্রে সেই অর্থে কোন বিশেষ সতর্কতা নেই,, কিন্তু তবুও প্রশাসনিক তৎপরতায় ভাগীরথীর উপর সতর্কতার নজর রয়েছে। স্থানীয় বিডিও অফিস এবং পঞ্চায়েতের সাথে নিয়মিত যোগাযোগ সমন্বয়ে রেখে চলেছে জেলা প্রশাসন।