মহিলা এবং নাবালক কেসে মাত্র ৬ মাসে ৯৬ শতাংশ সফলতা কৃষ্ণনগর জেলা পুলিশের, ১০০ শতাংশের লক্ষ্যে নতুন করে গঠিত হলো P. O W.C

মহিলা এবং নাবালক কেসে মাত্র ৬ মাসে ৯৬ শতাংশ সফলতা কৃষ্ণনগর জেলা পুলিশের, ১০০ শতাংশের লক্ষ্যে নতুন করে গঠিত হলো P. O W.C

মলয় দে নদীয়া:- মহিলা এবং শিশু কিশোর কিশোরীদের রক্ষার জন্য পুলিশ প্রশাসনের বাড়তি গুরুত্ব দিয়ে থাকে এর জন্য ব্যবস্থাপনাও থাকে আলাদা। তবে গত 01.01.2024 থেকে ৩০-৬-২০২৪ ছয় মাসের মধ্যে এই সংক্রান্ত কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত কালিগঞ্জ কোতোয়ালি থেকে শুরু করে হোগলবেরিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকার বিভিন্ন থালায় kidnapping, missing, সেক্সচুয়াল হ্যারাসমেন্ট এ ধরনের কেস জমা পড়েছিল 254 টি তার মধ্যে ২৪১ টি ঘটনার রিকভারি কিংবা অভিযুক্তকে ধরে আদালতে তুলে দেওয়া সম্ভব হয়েছে অর্থাৎ সফলতা প্রায় ৯৬ শতাংশ। কিন্তু এটাও থেমে নেই জেলা পুলিশ সফলতা ১০০% পেতে এবারে গঠিত হলো P.O W.C অর্থাৎ প্রটেকশন অফ উইমেন এন্ড চিলড্রেন। অভিজ্ঞ মহিলা পুলিশ এবং মহিলা সাব ইন্সপেক্টরদের দিয়ে বিশেষ এই দল গঠনের মধ্য দিয়ে জেলা প্রশাসনিক ভবনে অবস্থিত সিডিপিও DSW এ ধরনের সরকারি আধিকারিকদের সাথে এবং বিভিন্ন বিদ্যালয়ে ড্রপ আউট ছাত্রীদের তালিকা তৈরির মধ্য দিয়ে এই কাজে আরো গভীরভাবে নজর রাখছে কৃষ্ণনগর জেলা পুলিশ ।