ভাগীরথীর বাঁধাই হোক কিংবা তীরবর্তী এলাকার মানুষের উন্নয়ন সংসদ কে পাইনি দেখতে, SIR সচেতনতার সভায় বিজেপি থেকে যোগদানের হিড়িক আবারো
মলয় দে নদীয়া :-
এস আই আর অবহে নদীয়ার শান্তিপুরে ফের দলবদলের হিড়িক। বিজেপি এবং অন্যান্য বিভিন্ন ধন্যবাদ রাজনৈতিক দল থেকে প্রায় ১৫ টি পরিবারের তৃণমূলে যোগদান। স্থানীয় বিজেপি নেতৃত্ব অজিত বিশ্বাস মহাদেব মজুমদার এর নেতৃত্বে একাধিক পরিবারের এই যোগদান তৃণমূলে। শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী হাত ধরে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে গা ভাষাতে তৎসহ এলাকার উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দলত্যাগী কর্মীদের। প্রসঙ্গত শান্তিপুর ব্লকের বেলগড়িয়া দুই নম্বর অঞ্চলের এসসি ওবিসি সেল এর ডাকে এসআইআর এর মাধ্যমে চুপি চুপি ভোট চুরি রুখব গণতন্ত্র বাঁচাবো কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। এদিন বেলগড়িয়া দু’নম্বর অঞ্চলের তৃণমূলএসসি ওবিসি সেল এর ডাকে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, বেলগড়িয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বর্মন, জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা বাসন্তী সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষা প্রিয়া সরকার গোস্বামী, শান্তিপুর ব্লক এ তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি সুব্রত সরকার, সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ।
যোগদানকারীরা বলেন ভাগীরথী তীরবর্তী এলাকায়, বসবাস। ভিটে মাটি প্রমাণপত্র ভাগীরথীবক্ষে তলিয়ে গেছে, এখন চাইছে কাগজ, ভাগীরথী বাঁধনের কাজ করছে রাজ্য সরকার। সাংসদকে জয়লাভ করিওয়েও ভাগীরথীর পারে তাকে পাইনি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হওয়া।
বিধায়ক জানালেন, লোকসভা বিধানসভা সরকার নির্বাচিত করার পরেও, নাগরিক নয় । সংসদ বলছেন এস আই আর হওয়ার এবং সিএ এ তে আবেদন করার মধ্যবর্তী সময়ে আন্তর্জাতিক আইনে যা আছে তাই হবে। ভোট দিলেই কেউ নাগরিক হয়ে যায় না। ইভিএম এর আগেই উত্তর দিচ্ছেন মানুষ তাইতো এস আই আর এর সচেতনতার প্রোগ্রাম করতে গেলেই যোগদানের হিরিক চলছে।



