ভাইফোঁটার রাতে আগ্নেয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, তৎপর হাঁসখালি থানার পুলিশ
ভাইফোঁটার রাতে চাঞ্চল্য বাগুলা এলাকায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পুলিশ- এর কাছে খবর আসে—বাগুলা রেল কলোনি এলাকায় দুই যুবক আগ্নেয় অস্ত্র নিয়ে ঘুরাঘুরি করছে। এরপরই হাঁসখালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই সন্দেহভাজনকে আটক করে।
তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে একটি স্বয়ংক্রিয় পিস্তল উদ্ধার হয়। পরে দু’জনকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
ধৃতদের নাম শুভজিৎ সরকার ও লাল্টু সরকার—দু’জনেই বাগুলা এলাকার বাসিন্দা।
অস্ত্রটি কোথা থেকে এসেছে ও কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে শুক্রবার রানাঘাট আদালতে পাঠিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা কোনো অবৈধ অস্ত্র চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


