ব্লক সভাপতির গড়ে থাবা বসানোর দাবি বিজেপির
নিজস্ব সংবাদদাতা,চাকদহঃ
শাসক দল তৃণমূলের ব্লক সভাপতির অঞ্চলে থাবা বসিয়েছে বলে দাবি করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাদের দাবি, লোকসভা নির্বাচনে তারা তাতলা দুই গ্রাম পঞ্চায়েতে ঘাটতি মিটিয়ে লিড দেবে। তাদের লিড অনেক বাড়বে বলে পাল্টা দাবি করেছে তৃণমূল।
চাকদহ ব্লকের তাতলা দুই গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য ২৬ জন। এরা সকলেই তৃণমূল কংগ্রেসের সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে অন্য কোন রাজনৈতিক দল এখানে খাতা খুলতে পারে নি। এটা ব্লকের অন্যতম বিরোধী শুন্য গ্রাম পঞ্চায়েত। এখানকার পঞ্চায়েত সমিতির তিনজন সদস্য তৃণমূলের। গত বিধানসভা নির্বাচনে দুশোর বেশি ভোটে বিজেপির থেকে এগিয়ে ছিল তৃণমূল। এই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা চাকদহ ব্লক সভাপতি দিলিপ কুমার সরকার। তিনি আবার চাকদহ পঞ্চায়েত সমিতির সদস্য।
বিজেপির চাকদহ বিধানসভার অন্যতম আহ্বায়ক বরুন সেন বলেন, তাতলা দুই গ্রাম পঞ্চায়েতে এবার আমরা লিড দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে উন্নয়ন হয়েছে। একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে রাজনীতি করেছে তৃণমূল। প্রকৃত প্রাপকেরা টাকা পান নি। তারা আমাদের ভোট দিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হয়েছে।মানুষকে ভোট দিতে দেওয়া হয় নি। কাউণ্টিঙের সময় বিরোধীদের বের করে দেওয়া হয়েছে। এর প্রভাব পড়বে।
চাকদহ ব্লক তৃণমূলের সভাপতি তথা চাকদহ পঞ্চায়েত সমিতির সদস্য দিলিপ কুমার সরকার বলেন, যারা পাওয়ার যোগ্য, তাদের একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার,কন্যাশ্রী, দুয়ারে সরকার সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছেন। তারা সবাই আমাদের ভোট দেবেন। পঞ্চায়েত নির্বাচনে কোন সন্ত্রাস হয় নি। করোনার সময় মানুষের পাশে দাঁড়াতে তৃণমূল ছাড়া অন্য কাউকে দেখতে পাওয়া যায় নি।