বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে টাঙানো হলো পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো ত্রিপল

বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে টাঙানো হলো পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো ত্রিপল

মলয় দে নদীয়া:-
বিজেপির বি ডি ও অফিস ঘেরাও কর্মসূচিতে, বি ডি ও অফিস থেকে সরকারি ত্রিপল নিয়ে করা হয়েছে বিক্ষোভ,সরব তৃণমূল কংগ্রেস।
আজ নদীয়ার ফুলিয়ায় বিজেপির বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিডিও অফিস থেকে পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো সরকারি ত্রিপল টানিয়ে বিক্ষোভ করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আর এই ত্রিপলের গায়ে লাগানো ছিলো পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ববাংলা র স্টিকার। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।

সারা রাজ্যের বিভিন্ন বিডিও অফিসের মতন বিজেপি কর্মী সমর্থকরা বিডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ফুলিয়াতেও। হটাৎ বৃষ্টি শুরু হলে, ত্রিপল টানিয়ে বৃষ্টির মধ্যেই বিক্ষোভ প্রদর্শন করছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা। তবে সেই ত্রিপলে ছিল সরকারি স্টিকার। এই ঘটনা নিয়ে এবার সরব তৃণমূল। যদিও এই পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত।এবার সমিতির সামনে যেহুতু বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকেরা তাই বিডিও অফিসের ভেতর থেকে সরকারি ত্রিপন নিয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি এমনই অভিযোগ তৃণমূলের। যদিও বিষয়টি বি ডি ও কে জানাবেন বলে জানিয়েছে শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার। তবে তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল। তিনি জানান, ত্রিপলটি বিডিও অফিস থেকে নেওয়া হয়নি। ত্রিপল টি একটি বেনিফিশিয়ারি পেয়েছিলেন। তাই তিনি যখন তার ত্রিপল নিয়ে যাচ্ছিলেন,তখন হঠাৎই বৃষ্টি আসে।একাধিক মহিলারা বিজেপির এই অবস্থার বিক্ষোভে ছিলেন।তারা ভিজছে দেখে,ওই মহিলা তার ত্রিপল টি বিজেপি কর্মী সমর্থকদেরকে দিয়ে বলেন, বৃষ্টি থেকে বাঁচতে এই ত্রিপল টি তারা ব্যবহার করুন। তাই ওই ত্রিপল টি ওইখানে লাগানো হয়েছিল। এই বিষয়টিকে নিয়ে নোংরা রাজনীতি করছে তৃণমূল। ওরা বেনিফিশিয়ারির সরকারি সহযোগিতা দেয় টাকার বিনিময়ে কোথাও নিজেরাই খেয়ে নেয় কয়লা গরু বালি সমস্ত কিছু খেয়ে নেয় আর আমাদের মানুষ তার শেষ সম্বল ত্রিপল টুকুও দিয়ে সহযোগিতা করে এটাই ওদের সাথে আমাদের পার্থক্য।
যদিও সরকারি ত্রিপল কিভাবে অফিস থেকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হল। এ বিষয়ে বিডিও সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশাসনিক কাজে ব্যাস্ত থাকায় কোনো প্রতিক্রিয়া দিতে পারেননি।
যদিও এ বিষয়ে এক বয়স্ক মহিলা বেনিফিশিয়ারি জানান তিনি ট্রিপল নিয়ে বাড়ি ফিরছিলেন কিন্তু হঠাৎ বৃষ্টি দেখে তার মনে হয়েছে বেশকিছু মহিলা বৃষ্টিতে ভিজেই কর্মসূচি পালন করছেন তাই তিনি তাদেরকে সাময়িক ব্যবহার করার উদ্দেশ্যে দেন এবং বৃষ্টি কমে গেলে তা ফিরিয়ে নিয়ে যান বলেই আমাদের জানিয়েছেন।