বিএস বি ক্লাব সুরভিস্থান বাদকুল্লা নদীয়া শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা ২৬ তম বর্ষ প্যান্ডেলের থিম ভাবনায় ক্লাবের সকল সদস্য সদস্যবৃন্দ কিছু ডেকোরেশন করেছে স্বস্তিক ওয়েডিং ডেকোরেশন আশীষ দাস ও সঞ্জয় দাস লাইট বিশ্বাস ইলেকট্রনিক মাইক পিনাকী সাউন্ড রেলবাজার প্রতিমা গনেশ চন্দ্র পাল চাদরা।।

বিএস বি ক্লাব সুরভিস্থান বাদকুল্লা নদীয়া শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা ২৬ তম বর্ষ প্যান্ডেলের থিম ভাবনায় ক্লাবের সকল সদস্য সদস্যবৃন্দ কিছু ডেকোরেশন করেছে স্বস্তিক ওয়েডিং ডেকোরেশন আশীষ দাস ও সঞ্জয় দাস লাইট বিশ্বাস ইলেকট্রনিক মাইক পিনাকী সাউন্ড রেলবাজার প্রতিমা গনেশ চন্দ্র পাল চাদরা।।
বিএসবি ক্লাব প্রতিবছরের ন্যায় এ বছরও পুজোর পরের দিন গ্রামের 400 পরিবারকে বাড়ি ফল প্রসাদ সহ পোলাও পৌঁছে দিয়েছে ক্লাবের সদস্য সদস্যরা
সেই সঙ্গে তৃতীয় দিন সন্ধ্যাবেলায় 3০০ জন দুস্ত পরিবারকে বস্ত্র তুলে দিয়েছে ক্লাবের পক্ষ থেকে
আমাদের বিএসবি ক্লাবের শুধু কালীপুজোয় নয় আমরা প্রতিবছর সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত থাকি পি এস বি ক্লাবের প্রত্যেকটা সদস্য দিবারাত্রি মানুষের পাশে থাকে আমরা প্রতিবছর বড় করে নইশো ফুটবল খেলা ক্রিকেট খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি সেই সঙ্গে গ্রামের মানুষদের মনোরঞ্জনের জন্য পুজোর প্রতিদিন পাড়ার মানুষদের ও বাচ্চাদের নিয়ে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সর্বশেষ বিসর্জন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বাদকুল্লার বিভিন্ন এলাকায় পরিভ্রমণ করা হয় সহযোগিতায় গ্রামবাসী ও বিভিন্ন মহলের শুভাকাঙ্ক্ষীগণ সহ তাহেরপুর থানা পুলিশ প্রশাসন বাদকুল্লা ফারি বাদকুল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ইলেকট্রিক অফিস ব্যবসায়ী সমিতির সবজি আরত ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূজা ভাবনায় বিএসবি ক্লাব কমিটি ও পূজা কমিটি সাথে ক্লাবের সকল সদস্য সদস্যরা
ক্লাব সভাপতি শ্যামসুন্দর মন্ডল
ক্লাব সম্পাদক সাগর দাস

পুজো কমিটির সভাপতি যুগল কিশোর চাকি
সম্পাদক শিবেন্দ্র দাস। আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে নদীয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট।