বাড়ির আবর্জনা ফেলা কে কেন্দ্র করে প্রতিবেশীর ধারল অস্ত্রের আঘাতে খুন হন বছর ৫০ এর খোকন দেবনাথ, ঘটনাটর ১১ দিন পর ঘটনাস্থলে এসে একাধিক নমুনা সংগ্রহ ফরেন্সিকের।অভিযুক্তর ফাঁসির দাবি করেছে মৃতের পরিবার।

বাড়ির আবর্জনা ফেলা কে কেন্দ্র করে প্রতিবেশীর ধারল অস্ত্রের আঘাতে খুন হন বছর ৫০ এর খোকন দেবনাথ, ঘটনাটর ১১ দিন পর ঘটনাস্থলে এসে একাধিক নমুনা সংগ্রহ ফরেন্সিকের।অভিযুক্তর ফাঁসির দাবি করেছে মৃতের পরিবার।

গত ২৭ শে অক্টোবর রাত্রি আনুমানিক সাড়ে নটা নাগাদ নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদরা এলাকায় বছর পঞ্চাশের খোকন দেবনাথ কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে প্রতিবেশী এক যুবক প্রদীপ দেবনাথ ওরফে জয়দেবের বিরুদ্ধে । ঘটনায় পরের দিনই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ এবং অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেপাযত চেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এরপর এই ঘটনার ১১ দিনের মাথায় আজ ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করল ফরেনসিকের দুই প্রতিনিধি দল। সঙ্গে ছিল শান্তিপুর থানার পুলিশ। এদিন ঘটনাস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেন ফরেনসিক আধিকারিকরা। তবে এই ঘটনায় অভিযুক্ত প্রদীপ দেবনাথ ওরফে জয়দেবের দৃষ্টান্তমূলক সাজা অর্থাৎ হাসির সাজা চাইছে মৃত ব্যক্তির পরিবার। ঘটনার ১১ দিন কেটে গেলেও এখনো থমথমে গোটা পাড়া। তবে পুলিশ সূত্রে খবর ফরেনসিক নমুনার থেকে কি উঠে আসে এবং এই অভিযুক্ত জয়দেব ওরফে প্রদীপকে জিজ্ঞাসাবাদ করে আরো কি কি তথ্য পাওয়া যায় তা এখন খতিয়ে দেখা হচ্ছে।

বাইট

শঙ্কর দেবনাথ, মৃতের ভাই।

গোপাল দেবনাথ, মৃতের ছেলে।