প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যেই শান্তিপুর পঞ্চায়েত সমিতির সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ
মলয় দে নদীয়া:- প্রথমে চড়া রোদ তারপর তীব্র বৃষ্টি, প্রচন্ড প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেও নদীয়ার শান্তিপুর ব্লক সমষ্টির উন্নয়ন আধিকারিক অফিসের সামনে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মন্ডল সহকারি সভাপতি চঞ্চল চক্রবর্তী জেলা নেতৃত্ব নির্মল বিশ্বাস এবং অন্যান্য বিভিন্ন পঞ্চায়েত প্রধান উপাদান সদস্য সমিতির সদস্য সহ দলীয় নেতৃত্বের উপস্থিতিতে অভয়া বিচারে প্রতিবাদ সভা লক্ষ্য করা যায়। এদিন বি ডি ও অফিসের সামনে এই আন্দোলনে সামিল হওয়া মহিলাদের বৃষ্টির হাত থেকে সুরক্ষা দিতে নেতৃত্বদের ট্রিপল হাতে দেখা যায়। তবে আন্দোলন কিছুতেই শিথিল হয়নি।
সংসদ জগন্নাথ সরকার বলেন এর আগেও খাদ্য গরু কেলেঙ্কারি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি সকল মাথায় জেলে গেছে এবারেও স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে আমরা না হলে তিনিও জেলে যাবেন। প্রমাণ লোপাট করার পরেও সিবিআই প্রথমে দুর্নীতির বিষয়টি উপস্থাপিত করেছে এই জন্য কারণ সেখানে মৃতদেহ র বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার থেকে আরম্ভ করে চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত বিভিন্ন উপকরণ এমনকি ছাত্র-ছাত্রীদের মেধা গুরুত্ব না দিয়ে টাকার বিনিময়ে ডাক্তারি র মতন একটি গুরুত্বপূর্ণ পেশায় দুর্নীতি করা হয়েছে। শুধু ভারতীয় জনতা পার্টি নয় সারা রাজ্যের মহিলা পুরুষ জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে এর প্রতিবাদ জানাচ্ছেন সকলেই একযোগে পরিবর্তন চাইছেন।