পনের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে মালদার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ থার্ড কোর্টের বিচারক সংঘমিত্রা পোদ্দার।

মালদা: পনের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে মালদার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ থার্ড কোর্টের বিচারক সংঘমিত্রা পোদ্দার। ১২ বছর আগে খুনের ঘটনায় রাজীব রজক নামে স্বামীর যাবজ্জীবন। গত ২০১২ সালের ২৬ ডিসেম্বর স্ত্রী রানু রজককে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মালদহের কালিয়াচক থানার ডাল্লু গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রানু রজকের। গত ২০১২ সালের ২৭ ডিসেম্বর এই ঘটনায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা মন্টু রজক। ২০১৩ সালের ২৫ অক্টোবর চার্জশিট দেয় পুলিশ। প্রায় এক যুগ ধরে চলেছে বিচার পর্ব। ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এই মামলায়।

সরকারি আইনজীবী প্রশান্ত কুন্ডু জানান, দীর্ঘদিন ধরে আইনী সওয়াল জবাব চলার পরে গতকাল সোমবার স্বামী রাজীব রজককে দোষী সাব্যস্ত করে আদালত। আজ মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
মৃতের বাবা মামলাকারী মন্টু রজক জানান, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে মেয়ের খুনের বিচার পেয়ে খুশি। তবে ফাঁসির সাজা হলে আরও ভালো লাগতো।

বাইট:- মন্টু রজক, নিহতের বাবা ও অভিযোগকারী ।
২) প্রশান্ত কুন্ডু, সরকারি আইনজীবী মালদা আদালত