নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।
পথ দুর্ঘটনায় মোটর ভ্যান চালকের মৃত্যু। ঘটনায় চাঞ্চল্য চাকদায়
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর ভ্যান চালকের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।ঘটনাটি ঘটেছে নদীয়া জেলা চাকদা থানার অন্তর্গত নেউলিয়া আশ্রমপাড়ায়। স্থানীয়দের অভিযোগ গতিহীন বনগাঁ গামী বেসরকারি একটি রুট বাস হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আশ্রম পাড়ায় চাকদা বনগাঁ রাজ্য সরকে ঠিক সেই সময় পেছনে থাকা কাঠ বোঝাই একটি মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা মারে। ঘটনাস্থলের মৃত্যু হয় মোটর ভ্যান চালকের। জানা যায় মৃত মোটর ভ্যানচালক
আনুমানিক বছর ৪০ এর লিটন বিশ্বাস। গাংনাপুর থানার মিঠাপুর এলাকার বাসিন্দা। ঘটনা দেখে তৎক্ষণাৎ ছুটে আসেন স্থানীয়রা। ঘাতক বাস সহ চালককে আটকে খবর দেওয়া হয় চাকদা থানায়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চাকদা থানার পুলিশ। পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘাতক বাসের চালক সহ বাসটিকে। এরপর
পুলিশের সামনেই রাস্তা আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাতে করে চাকদা বনগাঁ রাজ্য সরকে সমগ্র বাস চলাচল বন্ধ হয়ে যায়। ঘাতক বাস সহ বাসের চালককে আটক করে পুলিশ। পরবর্তীতে পুলিশ প্রশাসন স্থানীয়দের বুঝিয়ে
মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ পাঠানো হয় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এরপর তার মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে।
শেষ পাওয়া খবরে আপাতত চাকদা বনগাঁ রুটে সমগ্র বাস পরিসেবা বন্ধ রয়েছে।