নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।
প্রাঞ্জল মন্ডল নামে এক বাংলাদেশী যুবককে গ্রেপ্তারের ঘটনার পর আর ও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল হরিণঘাটা থানার পুলিশ। তাদের কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। প্রাঞ্জলের সরকারি নথি জাল করে আধার কার্ড পাইয়ে দেবার ঘটনায় হরিণঘাটার এক তৃণমূল কর্মী ও তার সহযোগী তৃণমূল কর্মী, মিনাংক বিশ্বাস
ও সুব্রত দফাদার,
এই দুই ব্যক্তিকে থেকে গ্রেফতার করে।।
হরিণঘাটা থানা পুলিশ
মূলত প্রাঞ্জল মন্ডল কে জিজ্ঞাসাবাদ করে হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন
তারপরে দ্বিতীয় এই দুই ব্যক্তির নাম উঠে আসে
যার মধ্যে মূল অভিযুক্ত হলো ৯৩ নং পাটের বুথ
সভাপতি, মিনাঙ্ক বিশ্বাস
এবং তার সহযোগী সুব্রত দফাদার
এই দুই ব্যক্তিকে তুলে আনা হয় হরিণঘাটা থানায়
এই সার্টিফিকেটের জাল নথি এবং আরো অন্যান্য বিষয়ে ওই বাংলাদেশিকে সাহায্য করে ও তার জাল পরিচয় পত্র তৈরি করে দেওয়ার কাজে যুক্ত রয়েছে এছাড়াও অন্যান্য অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যায়।