নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানো হলেও সারা শান্তিপুরের নোংরা জল ড্রেন থেকে ওভারফ্লো হয়ে পঞ্চানন তলার রাস্তায়!
মলয় দে নদীয়া:-
ঢেলে সাজানো হয়েছে গোটা শান্তিপুর শহরের নিকাশি ব্যবস্থা কিন্তু জল যন্ত্রণা এখনো নির্মূল হয়নি সম্পূর্ণভাবে। বৃষ্টি হওয়ার সাথে সাথে কোথাও কোথাও জল জমলেও কিছুটা সময় পরে তা নেমে যায় তবে বেশ কিছু জায়গায় সমগ্র শান্তিপুরের নোংরা ড্রেনের জল নেমে যাওয়া তো দূরে থাক বরং ওভারফ্লো হয়ে ভেসে যায় সমগ্র রাস্তা। ৪-৫ ঘন্টার আগে কোনোভাবেই সে জল নাবে না এমনকি রাস্তার দু’ধারে জল থেকে যায় আরো একদিন এইরকমই এক সংগঠন সমস্যার সংকুল অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হল বড়বাজার পঞ্চানন তলা সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। পূর্বে ৩৪ নম্বর জাতীয় সড়ক এবং বর্তমান শান্তিপুরের প্রধান রাজপথ এটা সেই কারণে প্রচুর মানুষজনের সমস্যা তৈরি হয় বৃষ্টির পরবর্তী সময়। রাস্তার পরিস্থিতিও ভালো নয় তাই জমা জলে খানাখন্দ তে মোটরসাইকেল সাইকেল চার চাকা পড়ে বিপদ হচ্ছে মাঝেমধ্যেই। যদিও এই মুহূর্তে স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সকলের সাথেই ফোনে যোগাযোগ করা হয়েছে বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছেন বলেই জানিয়েছেন তবে বিরোধীদের দাবি অবৈজ্ঞানিকভাবে নির্মিত হয়েছে নিকাশি ব্যবস্থা সমগ্র শান্তিপুরের জল এই নিকাশী নালা দিয়েই নির্গত হয় তাই উপযুক্ত চাপ নিতে পারছে না ড্রেন ওভারফ্লো হয়ে ভেসে গেছে গোটা এলাকা। এখান থেকেই জলের নিকাশী নালার গতিপথ কিছুটা উর্ধ্বমুখী তাই জল যেতে আরো বেশি সমস্যা।