নদীয়ার শান্তিপুর সূত্রাগরে ইলেকট্রিক্যাল চরকায় নলি পাকানো শ্রমিক চলে গেলেন তরিকাহত হয়ে

নদীয়ার শান্তিপুর সূত্রাগরে ইলেকট্রিক্যাল চরকায় নলি পাকানো শ্রমিক চলে গেলেন তরিকাহত হয়ে

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর সূত্রাগড় কৃষ্ণ কালিতলা কিট সাহা পাড়ার সন্দীপ সাহা কাপড়ের ব্যবসা খারাপ হওয়ার পর উপার্জনের পথ হিসেবে বেছে নিয়েছিলেন ইলেকট্রিক্যাল মেশিনে নলি পাকানোর কাজ। পরিবারের সদস্য বলতে স্ত্রী এবং এমএ পাঠরতা এক কন্যা।
তারা আজ সন্ধ্যায় শান্তিপুর তামা চিকা পাড়ার এক আত্মীয় বাড়িতে যান বিকালে। বাবা আর পাঁচটা সাধারণ দিনের মতোই ইলেকট্রিক্যাল মেশিনে নলি পাকানোর কাজ করছিলেন বাড়িতে একাই । সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দরজা খুলে দেখেন সন্দীপবাবু মাটিতে পড়ে রয়েছেন, ডান হাত এবং দেহর ডানদিকে বৈদ্যুতিক শকে পুড়ে যাওয়ার ক্ষত রয়েছে । সন্দীপবাবুর ভাই দাদার দেব ছুঁতেই তিনিও তরিকাহত হন তবে তিনি তার সামলে নেন। এরপর মেইন সুইচ অফ করে
পরিবারের সদস্যদের চেঁচামেচিতে আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়ে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানেই মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। সন্দীপবাবুর বুকে প্রেস মেকার লাগানো তবে সেক্ষেত্রে বিদ্যুতের সংযোগে এই দুর্ঘটনা হয়েছে কিনা তা জানা যাবে ময়না তদন্তের পর। শান্তিপুর থানা র পুলিশ প্রশাসন ঘটনাস্থল থেকে শান্তিপুর হাসপাতালে এসে মৃতদেহ নিয়ে যান আগামীকাল রানাঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তে পাঠানোর জন্য।