নদীয়ার রানাঘাটে মহিলা নকআউট ফুটবল প্রতিযোগিতা
মলয় দে নদীয়া :-
আট দলীয় নকআউট মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার। রানাঘাট হালালপুর নবজীবন সম্মেলনী ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শক্তিশালী মাহিলাদের ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বৃষ্টি উপেক্ষা করে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি নগদ পাঁচহাজার টাকা রানার্স দল পাবে ট্রফি ও চারহাজার টাকা। এছাড়া ম্যানঅফদা ম্যাচ, ম্যান অফ দা টুর্নামেন্ট, বেস্ট গোলকিপার, ব্যাক দের পুরস্কৃত করা হয় । একদিনের এই নকআউট ফুটবল প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতন