নদীয়ার চাপরায় পুকুর ভরাটে বি এল আর ও র বিরুদ্ধে অভিযোগ জমা পড়লো বিডিওর কাছে

নদীয়ার চাপরায় পুকুর ভরাটে বি এল আর ও র বিরুদ্ধে অভিযোগ জমা পড়লো বিডিওর কাছে

মলয় দে নদীয়া:- মুখ্যমন্ত্রী নিজেও জানতেন ভূমি রাজস্ব অফিস গুলির পরিস্থিতি সেই কারণেই বি এল আর ও প্রসঙ্গে তিনি একবার কটাক্ষ করে মন্তব্য করেছিলেন ঘুঘুর বাসা। তবে সেই বাসা আরো এক এবার প্রকাশ্যে এলো নদিয়ায়।

বি এল আর এর ও বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে চাঞ্চল্যকর পরিস্থিতি নদীয়ার চাপরায়।
চাপড়া BLRO বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ চাপরা সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে লিখিতভাবে গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে। চাপড়া গার্লস স্কুলের পিছনে পুকুরে অবৈধভাবে নির্মাণ করেছে প্রায় 41 জন স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে বাকুল মন্ডল নামে এক যুবক অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণ করে বি এল আর ও অফিসে জমা পড়ে অভিযোগ পত্র তারপরেই পদক্ষেপ নেওয়া হয়। বাকি ৪০ জনের কাছে থেকে আনুমানিক সাড়ে সাত লক্ষ টাকা ঘুষ নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি চাপড়ার বি এল আর ও গোকুল চন্দ্র মন্ডল এমনটাই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। গোটা ঘটনাটি প্রশাসনের সহযোগিতায় খতিয়ে দিয়েছেন বিডিও তবে, বিষয়টি প্রশাসনিক উচ্চ মহলেও জানানো হবে বলে জানা গেছে।