দেশ-বিদেশের ৫০০০ ভক্ত সমন্বয়ে গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিন অনুষ্ঠিত হলো মায়াপুর ইসকনে

দেশ-বিদেশের ৫০০০ ভক্ত সমন্বয়ে গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিন অনুষ্ঠিত হলো মায়াপুর ইসকনে

মলয় দে নদীয়া:-
দেশ-বিদেশের ভক্ত সমন্বয়ে পাঁচ দিনব্যাপী গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিন অনুষ্ঠিত হলো মায়াপুর ইসকনে। আজকের এই দিনে প্রায় পাঁচ হাজার ভক্ত সমাগম হয় মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে। সকাল থেকেই বিশ্ব শান্তি যোগ্য সহ ইসকনের দেশী বিদেশী ভক্ত বিভিন্ন ভাষায় গীতা পাঠ করেন। মূলত গীতা জন্ম জয়ন্তী হিসেবে এবারের ২৮ তম এই উৎসব পালিত হয় মায়াপুরে। অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। সকাল থেকেই হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠে দেশ-বিদেশের ভক্তরা। উল্লেখ্য সারা বছরই বিশেষ তিথি উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে মায়াপুর ইসকন কর্তৃপক্ষ। করা নিরাপত্তার বলয়ে প্রত্যেকটি অনুষ্ঠান আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয়, আজ একইভাবে গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিনে আরো জনস্রোত মায়াপুর ইসকনের চন্দ্রদয় মন্দিরে। এ বিষয়ে ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ভগবান শ্রীকৃষ্ণ ৫১৫৭ বছর পূর্বে ধনুরধারী অর্জুনকে গীতার ধ্যান জ্ঞান প্রদান করেছিলেন, এই তিথি উপলক্ষে মায়াপুর ইসকন মন্দিরে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়। আজকের দিনে ভারত এবং বিদেশ থেকেও হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়। প্রত্যেক ভক্তদের জন্যই মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে, এবং অসংখ্য ভক্তবৃন্দের যাতে কোন সমস্যা না হয় তার জন্য ইসকনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই মায়াপুর ইসকনের চন্দ্রদয় মন্দির ভক্তবৃন্দের কাছে এক ভক্তির মিলন ক্ষেত্র, যার নাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে।