তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে নদীয়ায় একই সময় একই জায়গায় একই ব্লকে তৃণমূলের দুটি সভা । সভাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে নদীয়ায় একই সময় একই জায়গায় একই ব্লকে তৃণমূলের দুটি সভা । সভাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের । কৃষ্ণগঞ্জ অনিল হাই স্কুলে তৃণমূলের ব্লক সভাপতি সমীর বিশ্বাসের উদ্যোগে সভা । অন্যদিকে মাজদিয়ার লজে সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক লক্ষণ ঘোষ চৌধুরী উদ্যোগে সভা । একই সময়ে তৃণমূল কংগ্রেসের দুটি সভা কে ঘিরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে । কৃষ্ণগঞ্জ এর তৃণমূল নেতা সন্দীপ বোস বলেন এটা খুবই দুর্ভাগ্যের ব্লক সভাপতি জেলা সম্পাদক কে আমন্ত্রণ করেননি ও সভা সম্পর্কে কিছু জানান নি । অন্যদিকে লক্ষণ বাবু দীর্ঘদিন কৃষ্ণগঞ্জ ব্লক সভাপতির দায়িত্বে ছিলেন । সমীর বাবুকে ব্লক সভাপতি দায়িত্ব দেওয়ায় তিনি দলের বাইরে ছিলেন । পুনরায় তিনি দলের জেলার সম্পাদকের দায়িত্ব পেয়ে ফিরে আসতেই কর্মীদের মধ্যে উৎসাহের ছবি দেখে স্পষ্ট । সন্দীপবাবু আরো বলেন তাদেরকে দুইটি সভাতেই আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমরা একই টাইমে দুই বড় নেতার কোন সভায় যাব ঠিক করতে পারিনি। শেষ পর্যন্ত আমরা আমাদের পুরনো দিনের নেতা যার হাত ধরে আমরা রাজনীতির মঞ্চে এসেছি সেই লক্ষণ বাবুর সভাতেই যাই । একই সময়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ও জেলা সম্পাদকের সভা ঘিরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে । তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে বিজেপি নেতা রুপ কুমার ঘোষ বলেন তৃণমূল থাকবে অথচ গোষ্ঠী কোন্দল থাকবে না এটা আবার হয় নাকি? আর তৃণমূলের দুটি সভা একই সঙ্গে , একই সময়ে হওয়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার প্রমাণিত হলো । রূপ বাবু বলেন তবে তৃণমূলে কোন নেতা এল, কোন নেতা গেল তাতে তাদের কোন যায় আসে না । ২৬ এর নির্বাচনে কৃষ্ণগঞ্জ বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি তারা বিপুলভাবে জয়লাভ করবে ।