ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে,মনোনয়ন পত্র জমা করলেন কালীগঞ্জের বিজেপি প্রার্থী
ঢাকঢোল বাজিয়ে শোভাযাত্রা সহকারে মনোনয়ন পত্র জমা করলেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশীষ ঘোষ। গত শনিবার ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এরপর আজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ঢাকঢোল বাজিয়ে দেবগ্রামের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা সহকারে ১২ নং জাতীয় সড়ক ধরে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। এদিন প্রার্থীর সঙ্গে দলীয় কর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া উত্তর বিজেপির জেলা ৮০ কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শেষ দিনে নমিনেশন পত্র জমা দিতে এলেন কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশীষ ঘোষ। এদিন কৃষ্ণনগর উত্তর বিজেপি জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে আসেন আশীষ ঘোষ।এদিন দেবগ্রাম স্টেশন রোড এর দলীয় কার্যালয় থেকে বাদ্যযন্ত্র সহকারে বর্ন্যাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কালিগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা করতে আসেন তিনি ,
কোনরূপ অপ্রতিকর ঘটনা এড়াতে ছিলো পুলিশের কড়া প্রহরা।সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।