কৃষ্ণনগরে গণেশ পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই বারোয়ারির মধ্যে বচসা, মারামারি, অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ, সাংবাদিক বৈঠকে জানালেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার

কৃষ্ণনগরে গণেশ পুজোর বিসর্জনকে কেন্দ্র করে দুই বারোয়ারির মধ্যে বচসা, মারামারি, অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ, সাংবাদিক বৈঠকে জানালেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার

মলয় দে নদীয়া:-
নদীয়ার কৃষ্ণনগর কোতয়ালী থানা অন্তর্গত পোস্ট অফিস মোড় এলাকায় গণেশ পূজো বিসর্জনের রাতে ২ বারোয়ারির বিসর্জন দিতে গিয়ে গন্ডগোল করে পুলিশ সূত্রে জানা যায় বাগাডাঙ্গা বারোয়ারি বেশ কিছু সদস্য তারা ঠাকুর নিয়ে বিসর্জন ঘাটের দিকে যাচ্ছিল। সেখান থেকে কিছু যুবক পোস্ট অফিস মোড়ে দাঁড়িয়ে যায় এরপরই চকের পাড়া থেকে একটি গণেশ ঠাকুর বিসর্জন দিতে যাওয়ার সময় পোস্ট অফিস মোড় এলাকায় আক্রান্ত হয় ছোরা হয় ইট পাটকেল এদের মধ্যে একজন রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম হয়ে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসায় । তবে এই বিষয়ে এবার সাংবাদিক বৈঠক করেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার। তিনি জানান ইতিমধ্যে পুলিশের কাছে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়েছে। তবে বেশ কিছু লোকের নাম আছে অভিযোগে। তবে এখনি তদন্তের স্বার্থে তাঁদের নাম জানান হচ্ছে না। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে যে বা যারা এই ঘটনায় জড়িত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।