এখন চারিদিকে শুধুই ঠান্ডা আর ঠান্ডা ভোরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে দূরে। বলতে গেলে প্রায় এখন শুধুই চারিদিকে হিমের পরশ। আমরা সব পুজো বেরিয়ে আসার পর। আমরা গত 15 ই নভেম্বর ছিল নদীয়ার শান্তিপুরের রাস উৎসব। এবং আজ সন্ধ্যায় ছিল সেই ভাঙা রাশের শোভাযাত্রা আমরা ঘুরতে ঘুরতে দেখতে গিয়েছিলাম নদীয়ার শান্তিপুরে। এই ভাঙ্গা রাশের মূল আকর্ষণ থাকে রাই রাজা ছোট থেকে শুরু করে বিভিন্ন বয়সের মেয়েরা রাই রাজা সাজে। এবং তাদেরকে রানী মা হিসেবে পূজিত হন। এছাড়াও বিভিন্ন বিগ্রহ বাড়ি থেকে ঠাকুরকে বের করে নিয়ে নগর পরিক্রমা করানো হয়। এবং শেষে তাকে আবার পুনরায় বিগ্রহ বাড়িতেই ফিরিয়ে আনা হয়। আমাদের ক্যামেরায় কি ছবি ধরা পড়েছে। তা তুলে ধরছি আপনাদের সামনে। নদীয়ার শান্তিপুর থেকে সুমন আচার্য রিপোর্ট