আর জি কর কান্ডে প্রতিবাদে কল্যাণীর পথে নামলো কল্যাণী SHG গ্রুপের কয়েক হাজার মহিলারা

নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।

আর জি কর কান্ডে প্রতিবাদে কল্যাণীর পথে নামলো কল্যাণী SHG গ্রুপের কয়েক হাজার মহিলারা

আর জি কর মেডিকেল হাসপাতালে মেডিকেল পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করে নিশংস ভাবে হত্যা করার প্রতিবাদে ধর্ষণকারী এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কল্যাণী কল্যাণী সেন্ট্রাল পার্ক মাঠ থেকে একটি সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। এ মিছিল কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে শুরু হয়ে কল্যাণী আইটিআই এর মোড় সামনে দিয়ে কল্যাণী থানার সামনে দিয়ে গিয়ে কল্যাণী কলেজ অব মেডিসিন এন্ড জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের সামনে সমাপ্তি হয়। এই মিছিলে পা মেলাতে দেখা গেল কল্যাণী পৌরসভার ২১ টি ওয়ার্ড থেকে আশা SHG গ্রুপের কয়েক হাজার মহিলাদের এছাড়াও বহু যুবতী ছাত্রী যাবো অংশ নেন এই মিছিলে। এই মিছিলে একটাই স্লোগান ছিল আর জি কর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন। উই ওয়ান জাস্টিস, উই ওয়ান জাস্টিস,_ _ _।।