আর জি কর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে রানাঘাট থানার সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন

আর জি কর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে রানাঘাট থানার সামনে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন

 

মলয় দে নদীয়া:- রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হয়তো ফাঁসির দাবি তুলছে মুখ্যমন্ত্রীর কাছে ব্যাপারটা এমনই হাস্যকর করে তৃণমূলের নাটকে অবস্থান বিক্ষোভ পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ।
আসলে জনমত সম্পূর্ণ সরকারের বিপক্ষে হয়ে গেছে জেনেই এত দেরিতে পথে নামা।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে দোষীদের শাস্তি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রানাঘাটেথানার সামনে অবস্থান বিক্ষোভে এমনই জ্বালাময়ী ভাষণ নদীয়া রানাঘাট বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে। তাদের দাবি সমগ্র পুলিশ প্রশাসন এবং প্রশাসনিক মহল কে কাজে লাগিয়ে সামনে এক সিভিক ভলেন্টিয়ারকে খাড়া করে আদতেও মূল দোষীদের আড়াল করতে চাইছে সরকার কারণ তার সঙ্গে জড়িত রাঘব বোয়ালরা। বিজেপি বারংবার দাবি তুলে আসছে এ রাজ্য সাধারণ মানুষের বসবাসের উপযোগী নেই তৃণমূল সরকারের অত্যাচার ব্যভিচার কাঠ মানি দুর্নীতি এবং স্বজনপোষণের দৌরাত্মে। যা বিজেপি প্রথম থেকে প্রতিবাদ প্রতিরোধ করে আসছে তবে এবার আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে তাদের থামিয়ে রাখা যায়নি নারী সত্তা জাগ্রত হয়েছে তাইতো সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে অসংগঠিত ভাবে এত মহিলাদের বিক্ষোভ আর এই জনমত কেই ভয় পাচ্ছে রাজ্য সরকার তাইতো দেরিতে হলেও পথে নেবে ফাঁসির দাবিতে নাটক করছে। কখনো আন্দোলনকারীদের মধ্যে বিরোধী রাজনৈতিক দলের পতাকা হাতে আদতেও নিজেদের দলের কর্মীদের পাঠিয়ে দিয়ে ভাঙচুর করিয়ে আন্দোলনের গতিপ্রকৃতি বদল করার চেষ্টা করছে। তাই মহিলা মোর্চার সারা রাজ্যের আন্দোলনে বার্তা দুটি
আড়ালে থাকা দোষীদের প্রকাশ্যে এনে নাম ঘোষণা করে তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি , এবং এই ঘটনার দায় স্বীকার করে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ