আরজিকর কাণ্ডে ধৃত ব্যক্তির ফাঁসির দাবিতে এবং বিরোধীদের অপপ্রচার গুজব প্রতিহত করতে তৃণমূলের তরফেও প্রতিবাদী ধরনা মঞ্চ শান্তিপুরে

আরজিকর কাণ্ডে ধৃত ব্যক্তির ফাঁসির দাবিতে এবং বিরোধীদের অপপ্রচার গুজব প্রতিহত করতে তৃণমূলের তরফেও প্রতিবাদী ধরনা মঞ্চ শান্তিপুরে

মলয় দে নদীয়া:- আর জি কর কাণ্ডে এখন আর শুধুমাত্র প্রতিবাদের বিষয়ে হাসপাতাল কিংবা মেডিকেল গ্রাউন্ডে আবদ্ধ নয় যখন সারা রাজ্য উত্তাল হয়ে পড়েছে তখন প্রশ্ন উঠছে রাজ্যের পুলিশ স্বাস্থ্য এবং মুখ্যমন্ত্রীকে নিয়েও। আর এরই মধ্যে সাধারণ আন্দোলনে বিরোধী দের মিশে যাওয়া এবং সামাজিক মাধ্যম সহ বিভিন্নভাবে সরকার বিরোধী জনমত গড়ে তোলার চক্রান্ত দেখতে পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল।
আর সেই কারণেই বিষয়টি ছেড়ে না দিয়ে শক্ত হাতে বেটম ধরে নিয়ন্ত্রণ করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কান্ডে ধৃত যুবকের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করেন। এর আগে অরাজনৈতিক বিভিন্ন প্রতিবাদে সামিল হলেও আজ তৃণমূল কংগ্রেস কর্মীরা দলের আহ্বানে সেই দাবিকেই আরো জোরদার করতে থাকে।
নদীয়ার শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের ডাকে শান্তিপুর ডাকঘর মোড়ে এক অস্থায়ী ঝর্ণামঞ্চ বেঁধে সকাল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করে কর্মী সমর্থকরা যেখানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহকারী সভাপতি কৌশিক প্রামানিক শহর- তৃণমূল কংগ্রেস সভাপতি নরেশ লাল সরকার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর সাহা মহিলা নেত্রী মিঠু ধর সহ দলীয় বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। এ বিষয়ে সকল বক্তাই তাদের বক্তব্যের মধ্যে দিয়ে জানান নোংরা জঘন্য এই ঘটনা সাথে সাথেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন দোষে কি কাউন্টারে মেরে দেওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় ও একমাত্র প্রথম দিন থেকে ফাঁসির দাবিতে অনড়। তদন্তের দায়ভার সিবিআই এর হাতে দিতে রাজি হয়েছেন। কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়া সিপিআইএম আবারো পুরনো দিন ফিরে পেতে চাইছে বিজেপি চাইছে এই সুযোগে মানুষের গন রায় অনুযায়ী তৈরি মা মাটি মানুষের সরকারকে আঘাত করতে। তার প্রমাণ মিলেছে ডাক্তারি পড়ুয়া ছাত্রদের ঝর্ণা মঞ্চের আন্দোলনে লাল সাদা এবং গেরুয়া পতাকা নিয়ে সেদিন পুলিশ কর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষের ওপর চড়াও হওয়ার ঘটনা দেখে আসলে তারা আন্দোলনকারী হতে পারেনা আন্দোলনকারীদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে সহযোগিতাও কিন্তু এই সুযোগে ঘোলা জলে মাছ ধরা বিরোধী রাজনৈতিক দলের অভিসন্ধি এবং চক্রান্ত ব্যর্থ করতে আমাদের কর্মীরাই যথেষ্ট তাই আজ থেকে সোশ্যাল মিডিয়ার সহ সমস্ত গুজব গুঞ্জন প্রতিবাদ করবে কর্মীরা।