আবারো বড়োসড় সাফল্য তাহেরপুর থানার। রানাঘাট পুলিশ জেলার এসপির নেতৃত্বে জেলা জুড়ে চলছে জুয়াবিরোধী অভিযান।

আবারো বড়োসড় সাফল্য তাহেরপুর থানার।
রানাঘাট পুলিশ জেলার এসপির নেতৃত্বে জেলা জুড়ে চলছে জুয়াবিরোধী অভিযান।

গোপন সূত্রে খবর পেয়ে রাত একটার সময় একটি পরিত্যক্ত এলাকা থেকে চারজন ব্যক্তিকে জুয়া খেলার অভিযোগে নগদ টাকা সহ গ্রেফতার করল তাহেরপুর থানার পুলিশ।
সূত্রের খবর  তাহেরপুর থানার অন্তর্গত  খিসমা মানিকতলা   বল খেলার মাঠ এলাকায় একটি  অস্থায়ী ছাউনি ভিতরে চলছিল রমরমিয়ে জুয়ার আসর আর তারপরই তাহেরপুর থানার এএসআই প্রভাস মন্ডল ওসি লাকি সরকারের নেতৃত্বে হানা দেয় । হানা দিতেই চম্পট দেওয়ার চেষ্টা করলে ওই চার অভিযুক্ত কে আটক করে পুলিশ ।
তাদের কাছ থেকে উদ্ধার হয় দশ হাজার ষাট টাকা।  অভিযুক্ত চার ব্যক্তির বাড়ি ক্ষিসমা অঞ্চল এলাকায়।
তাদের নাম তাপস হালদার, সুকচাদ হালদার, ডুডিসটির হালদার, nirmol sarkar,
রানাঘাট পুলিশ জেলার এসপি আসিস মৌজোড় নেতৃত্বে গোটা জেলাকে জুয়া মুক্তি করতে চলবে অভিযান, । ধৃতই ওই চার ব্যক্তিকে রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর থানা পুলিশ।