আজ নদীয়ার হাঁসখালি ব্লক এর বাদকুলা দু নম্বর অঞ্চলের ২৯৬ নম্বর বুথের রক্তদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ নদীয়ার হাঁসখালি ব্লক এর বাদকুলা দু নম্বর অঞ্চলের ২৯৬ নম্বর বুথের রক্তদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবছর তাদের অনুষ্ঠান স্বর্গীয় শুভাশিস চক্রবর্তী ও ভবেশ চন্দ্র দাসের স্মরণে অনুষ্ঠিত হয়। এ বছর তাদের অনুষ্ঠান সপ্তম তম বর্ষে পদার্পণ করল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসখালি ব্লক সভাপতি মাননীয় শ্রী দীনেশ চক্রবর্তী মহাশয়। বাদকুল্লা এক নম্বর ও দুই নম্বর অঞ্চলের প্রধান শ্রীমতি রিতা বিশ্বাস এবং দু নম্বর অঞ্চলের উপপ্রধান শ্রীমতি সবিতা বিশ্বাস মহাশয়া, ও বুথ সভাপতি গন। আজকের এই অনুষ্ঠানে মোট ১৫১ জন দুস্থ মানুষকে শীতবস্ত্র দান করা হয়। এবং ৫১ জন রক্তদাতা মহিলা ও পুরুষ রক্তদান করেন। আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানালে তো তুলে ধরছি আপনাদের সামনে। নদীয়ার বাদকুল্লা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ।