আজ নদীয়ার বগুলা হাই স্কুলে পরম পূজ্য বিশ্বরত্ন বাবা সাহেব বি আর আম্বেদকরের মূর্তি উন্মোচন হলো ,

আজ নদীয়ার বগুলা হাই স্কুলে পরম পূজ্য বিশ্বরত্ন বাবা সাহেব বি আর আম্বেদকরের মূর্তি উন্মোচন হলো , এই উপলক্ষ্যে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানে বগুলার সমস্থ গুণীজন সহ উপস্থিত ছিলেন উদ্বোধক হিসাবে রানাঘাট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী বিপ্লব রায় , প্রধান বক্তা প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক শ্রী রজত রায় , তৎসহ হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পি দাশগুপ্ত , হাঁসখালি ব্লকের বি এম ও এইচ বীরেন মজুমদার , হাঁসখালি ব্লকের বি এল আর ও শ্রী তপন বোস তৎসহ এলাকার সমস্থ গুণীজন, জনসমাগম ছিল চোখে পরার মতো, আমাদের উদ্দেশ্য হলো বাবা সাহেব দর্শন গতকাল ২৭/০৭/২৫ রবিবার বগুলা হাই স্কুলে পরম পূজ্য বিশ্বরত্ন বাবা সাহেব বি আর আম্বেদকরের মূর্তি উন্মোচন হলো , এই উপলক্ষ্যে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানে বগুলার সমস্থ গুণীজন সহ উপস্থিত ছিলেন উদ্বোধক হিসাবে রানাঘাট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী বিপ্লব রায় , প্রধান বক্তা প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক শ্রী রজত রায় , তৎসহ হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পি দাশগুপ্ত , হাঁসখালি ব্লকের বি এম ও এইচ বীরেন মজুমদার , হাঁসখালি ব্লকের বি এল আর ও শ্রী তপন বোস তৎসহ এলাকার সমস্থ গুণীজন, জনসমাগম ছিল চোখে পরার মতো, আমাদের উদ্দেশ্য হলো বাবা সাহেব দর্শন সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে দেওয়া।, আজকের এই সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বগুলা স্কুলের প্রাক্তনী কমিটির সম্পাদক শ্রী কুন্তল দাস ও সভাপতি রক্তিম বিশ্বাস আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানালেন এই অনুষ্ঠান সম্পর্কে তে তুলে ধরছি আপনাদের সামনে। নদীয়ার বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট।