আজ ঈদ ঈ মিলাদ ! অর্থাৎ নবী দিবস এই উপলক্ষে সারা বিশ্বের মদন নদীয়ার শান্তিপুরেও নবীজির সম্প্রীতি ও প্রেমের বার্তা ছড়িয়ে দিতে শান্তি মিছিল

আজ ঈদ ঈ মিলাদ ! অর্থাৎ নবী দিবস এই উপলক্ষে সারা বিশ্বের মদন নদীয়ার শান্তিপুরেও নবীজির সম্প্রীতি ও প্রেমের বার্তা ছড়িয়ে দিতে শান্তি মিছিল

মলয় যে নদীয়া:-
ইদ-ই-মিলাদ মুসলমানদের জন্য একটি মূল্যবান উৎসব, যারা নবী মুহাম্মদের জন্মদিন উদযাপন করে। এটি মুহাম্মদের জন্মদিন , একই সাথে মৃত্যু দিবস ও বটে। এটা রবিউল আউয়াল মাস, নবী দিবস বা মওলিদ নামেও পরিচিত।

বিশ্বব্যাপী মুসলমানরা নবী মুহাম্মদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। উৎসবের দিন তারা নতুন জামাকাপড় পরবেন এবং বিশেষ প্রার্থনা জমা দিতে নিকটস্থ মসজিদ পরিদর্শন করবেন। হযরত মুহাম্মদ আরবের মক্কা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষা সম্প্রদায়ের কাছে অত্যন্ত মূল্যবান বলে মনে করা হয়। মুসলমানরা নবী মুহাম্মদের মহান শিক্ষা স্মরণ ও আলোচনা করার জন্য সভার আয়োজন করে সারা পৃথিবী জুড়ে।

নদীয়ার শান্তিপুর গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত সগুনা মুসলিম পাড়া এলাকায় প্রতিবছরের মতন এ বছরেও একটি সুসজ্জিত শান্তি মিছিল নবীজির বার্তাবাহক হিসাবে পরিক্রমা করে আশেপাশের বিভিন্ন গ্রামগুলিতে। এরপর বিভিন্ন ধর্মীয় কথা এবং সামাজিক প্রেম এবং সম্প্রীতির উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয় স্থানীয় বিভিন্ন মসজিদে। পথ চলতি সাধারণ মানুষও এই মিছিল দেখার প্রতীক্ষায় থাকেন