আগে ইলেকট্রিক পুড়বে, তবেই বিল আসবে! জনগণকে সাথে নিয়ে প্রথম থেকে জন উদ্যোগের আন্দোলন সফল প্রথম ধাপ ,বাকি থাকলো স্মার্ট মিটার খুলে ডিজিটাল মিটার লাগানো তাই আন্দোলন চলবে

আগে ইলেকট্রিক পুড়বে, তবেই বিল আসবে! জনগণকে সাথে নিয়ে প্রথম থেকে জন উদ্যোগের আন্দোলন সফল প্রথম ধাপ ,বাকি থাকলো স্মার্ট মিটার খুলে ডিজিটাল মিটার লাগানো তাই আন্দোলন চলবে

 

 

মলয় দে নদীয়া :-
শান্তিপুর জন উদ্যোগের আন্দোলনের নৈতিক জয়। প্রিপেইড মিটারের বিল পরিশোধ করতে হবে পোস্টপেইড এ প্রক্রিয়াকরণ শুরু বিদ্যুৎ দপ্তরের। স্মার্ট মিটার না খোলা পর্যন্ত আন্দোলন চলবে দাবি শান্তিপুর জন উদ্যোগের।

স্মার্ট মিটার বাতিলের দাবিতে প্রথম থেকে আন্দোলন গড়ে তুলেছিল শান্তিপুর জন উদ্যোগ। প্রায় ডেপুটেশন আন্দোলন পথসভা মধ্যে দিয়ে শান্তিপুরে স্মার্ট মিটার খুলে নিয়ে ডিজিটাল মিটার লাগানোর দাবি তুলেছিল তারা। শান্তিপুরের সমস্ত এলাকায় সাধারণ মানুষকে অবগত করে তাদের গণস্বাক্ষর গ্রহণ করে এই স্মার্ট মিটার খুলে নেওয়ার আন্দোলন তীব্র করেছিল শান্তিপুর জন্য উদ্যোগ এবার তাদের নৈতিক জয় তবে অবশ্যই এক ধাপ বাকি আরেক ধাপ স্মার্ট মিটার খুলে নেওয়ার পরে। তাই আন্দোলন চলতেই থাকবে, ডিজিটাল স্মার্ট মিটার এর বিদ্যুৎ বিল এবার শান্তিপুরের বেশকিছু গ্রাহকের আসছে পোস্টপেইড বিলের মাধ্যমে। এ বিষয় সংগঠনের সদস্যরা জানান তাদের আন্দোলন ছিল স্মার্ট মিটার অর্থাৎ প্রিপেইড মিটার বদলে পোস্ট পেইড মিটার চালু করতে হবে। যে সমস্ত জায়গায় স্মার্ট মিটার লাগানো হয়েছে। সেগুলিকে খুলে ফেলে পুরনো পোস্টপেইড মিটার লাগাতে হবে। এটা নিয়েই তাদের আন্দোলন বিক্ষোভ হয়েছিল শান্তিপুরে এবং সেই আন্দোলন পরবর্তীকালে রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন সামাজিক সংস্থা মানুষের জোটবদ্ধ হয়ে গড়ে তোলা বিদ্যুৎ গ্রাহক সমিতি আন্দোলনকে আরো ত্বরান্বিত করলেন তাই কোন জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক দল নয় সাধারণ মানুষের ঐক্যবদ্ধতার পাওয়া গেছে কিছুটা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আজ সকালে বিশেষ এক সূত্র মারফত তারা খবর পেয়েছিলেন যারা প্রিপেইড মিটারের রিচার্জ করতেন তাদের রিচার্জ বর্তমানে হচ্ছে না। এক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর থেকে জানানো হয়েছে তাদের বিল আসবে অর্থাৎ পোস্টপেইড ভাবেই তাদের বিল পরিশোধ করতে হবে। এরপর সংগঠনের সদস্যরা দপ্তরে এসে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে আধিকারিকরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানান বর্তমানে প্রিপেড থেকে পোস্ট কনভার্ট করার যে প্রক্রিয়া তা শুরু হয়েছে । ধীরে ধীরে সমস্ত গ্রাহকরাই পোস্টপেইড এর আওতায় চলে আসবে বলে আশ্বস্ত করেন। তবে বিদ্যুৎ মন্ত্রী বিধানসভার অধিবেশনে স্মার্ট মিটার বন্ধের ঘোষণা হয়ে গেলেও কোন বাস্তবায়ন না দেখে তাদের মনে সন্দেহ হয়েছিল কিন্তু বর্তমানে এই প্রিপেইড থেকে পোস্টপেডে যেভাবে কনভার্ট করার প্রক্রিয়া চলছে তাতে করে তাদের আন্দোলনের নৈতিক জয় হয়েছে বলে সাধুবাদ জানাচ্ছেন গ্রাহকরা। তবে এই থেমে থাকবে না বলেই জানান সংগঠনের সদস্যরা। যেহেতু প্রিপেইড মিটার লাগানো রয়েছে বিভিন্ন জায়গাতে, সে ক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের হাতে এখনো রয়েছে সেই প্রিপেইড মিটার গুলি তাই যতক্ষণ না পর্যন্ত সেই সমস্ত স্মার্ট মিটার খুলে পূর্বের ডিজিটাল মিটার লাগানো হচ্ছে ততদিন আন্দোলন চলবে। কোন রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনৈতিক দলের কথায় এই বাস্তবায়ন হয়নি রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের অরাজনৈতিক জন উদ্যোগ তাদের আন্দোলনের ফলস্বরূপ এই নৈতিক জয় পেয়েছে। যদিও এই বিষয়ে শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক তপন সাঁতরা জানান দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, এই কনভার্ট করার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে প্রসেসিং চলছে আশা করা যাচ্ছে সকলেই এই প্রক্রিয়ায় অতি দ্রুত চলে আসবে এবং তারা আগের মত পোস্টপেইড বিল দিতে পারবে।