আগামী ৩০ শে জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে শ্রীমা মহিলা সমিতির জাস্ট রাইট ফর চিলড্রেন এর পক্ষ থেকে শান্তিপুর আরপিএফ এর সহযোগিতায় শান্তিপুর রেলস্টেশনে রেল যাত্রীদের সচেতনতায় এক পথনাটিকা

আগামী ৩০ শে জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে শ্রীমা মহিলা সমিতির জাস্ট রাইট ফর চিলড্রেন এর পক্ষ থেকে শান্তিপুর আরপিএফ এর সহযোগিতায় শান্তিপুর রেলস্টেশনে রেল যাত্রীদের সচেতনতায় এক পথনাটিকা

 

মলয় দে নদীয়া:-
আগামী ৩০ শে জুলাই বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে শ্রীমা মহিলা সমিতির জাস্ট রাইট ফর চিলড্রেন এর পক্ষ থেকে শান্তিপুর আরপিএফ এর সহযোগিতায় শান্তিপুর রেলস্টেশনে রেল যাত্রীদের সচেতনতায় এক পথনাটিকার আয়োজন করা হলো। জানা যায় মানব পাচার বিশেষ করে শিশু পাচারের অন্যতম মাধ্যম হিসেবে পাচারকারীরা ব্যবহার করে থাকে রেলপথ। অনেক সময় শিশু পাচার কিংবা উদ্ধারের মতো ঘটনা উঠে আসে খবরের শিরোনামে। আর সেই কারণেই বিশ্ব মানব পাচার বিরোধী দিবসের আগেই শান্তিপুর রেল স্টেশনে পথনাটিকার মাধ্যমে এই সচেতনতার প্রচার।
উপস্থিত ছিলেন শ্রীমা মহিলা সমিতির একাধিক সদস্যরা ছাড়াও আরপিএফ এর কর্মকর্তারাও।

এদিন আরপিএফ এর আধিকারিকেরা জানাচ্ছেন, অনেক সময়ই দেখা যায় শিশু কিংবা মানব পাচারের খবর পাওয়ার পরেও সেই সমস্ত নাগরিকেরা বেশ কিছুটা ভয়ের কারণেই ইতস্তত বোধ করেন পুলিশ প্রশাসনকে জানাতে, আছে তারা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যান সেই কারণে। তবে এক্ষেত্রে আরপিএফ এর তরফ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, যিনি বা যেই ব্যক্তি সেই সমস্ত খবর দেবেন তাদের সম্পূর্ণ গোপনীয়তা বজায় থাকবে। এছাড়া তারা বলছেন যদি কোন এই ধরনের কোন ঘটনা চোখের সামনে কোন সাধারণ মানুষ দেখতে পান তাহলে অতিসত্বর ১০৯৮ কিম্বা ১৮০০ ১০২৭ ২২২ এই দুটি নম্বরে কল করতে। তাহলেই তৎক্ষণাৎ একশন নিতে পারবেন পুলিশ আধিকারিকেরা।

এদিন সপ্তাহের প্রথম দিন সোমবার তা ছাড়াও শান্তিপুর রেজিস্ট্রেশনে একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়তি ভিড় ছিল যাত্রীদের। সেই কারণেই অধিক সংখ্যক যাত্রীদের সচেতনতার বার্তা সকলের কাছে পৌঁছে দিতেই আজকের দিনটিকেই বেছে নেওয়া হয়েছে পথনাটিকার মত বিশেষ কর্মসূচি আয়োজন এর