অসামাজিক কাজকর্মের উদ্দেশ্যে জড়ো হওয়া দুই যুবককে চাকদা রবীন্দ্রনগর পোলপার থেকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রহিদুল মন্ডল বাড়ি নওদা দুর্গাপুর দ্বীপ লস্কর বাড়ি মদনপুর গাঙ্গুলিপারা

অসামাজিক কাজকর্মের উদ্দেশ্যে জড়ো হওয়া দুই যুবককে চাকদা রবীন্দ্রনগর পোলপার থেকে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রহিদুল মন্ডল বাড়ি নওদা দুর্গাপুর দ্বীপ লস্কর বাড়ি মদনপুর গাঙ্গুলিপারা। ধৃতদের আজ কল্যাণী মহাকুমা আদালতে পাঠায় চাকদা থানার পুলিশ। মহামান্য বিচারক রহিদুল মন্ডলকে পাঁচদিনের জেল হেফাজত এবং দিপ লস্কর কে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।