অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন।

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-

অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে বালুরঘাটে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন। আগামী ২২ জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি। সেই উপলক্ষে বালুরঘাটের আত্রেয়ী নদীর সদর ঘাটে রাম পূজন, যজ্ঞ অনুষ্ঠান এবং সন্ধ্যায় লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপি। মুলত, বালুরঘাটে সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রাম লালার পূজন ও সন্ধ্যা আরতির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের চমক হিসেবে থাকছে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন।

২২ শে জানুয়ারি লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন উপলক্ষে ইতিমধ্যেই চুড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে আত্রেয়ী নদীর সদর ঘাটে। নদীর ঘাটে মঞ্চ তৈরি করা থেকে লক্ষ প্রদীপ জ্বালানোর জন্য নদীর তীরে কাঠের পাটাতন তৈরি করার কাজ চলছে পুরোদমে। নদীর সদর ঘাটে বৈদ্যুতিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। চলছে ঘাট সংস্কারের কাজ।

বালুরঘাট শহর সহ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠানের প্রচার ফ্লেক্স টাঙানো হয়েছে। চলছে মাইকিং। বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে জনমত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

বাইট – সুকান্ত মজুমদার, বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি।