সাত সকালেই রনংদেহী রানাঘাট পুলিশ জেলার পুলিশ ২ কিলো মিটার পথ ধাওয়া করে থামালো যাত্রীবাহী বাস

সাত সকালেই রনংদেহী রানাঘাট পুলিশ জেলার পুলিশ ২ কিলো মিটার পথ ধাওয়া করে থামালো যাত্রীবাহী বাস

দায়িত্বশীলতা ও কর্তব্য পরায়ন রানাঘাট পুলিশ জেলার পুলিশ আজ তারই আরও একটি দৃষ্ঠান্ত করলেন রানাঘাট ট্রাফিক পুলিশ।
সাত সকালেই ১২ নং জাতীয় সড়ক দিয়ে কলকাতা থেকে বহরমপুর গামী একটি বাস যাচ্ছিলো আর সেই বাসের মাথায় ছিলো বেশ কয়েকজন যাত্রী এভাবেও জীবনের ঝুকি নিয়ে বাস ড্রাইভার ও যাত্রীরা যাতায়াত করলে যেকোন সময় বড় বিপদ আসতে পারে। আর সেই বিপদ থেকে বাসযাত্রীদের বাঁচাতে ২ কিলোমিটার বাইক নিয়ে বাসটিকে ধাওয়া করে অবশেষে রানাঘাট গড়ের বাগানে এসে ধরে রানাঘাট ট্রাফিক O.C অলোক ভট্টাচার্য ও তার টিম। বাসের উপরে থাকা যাত্রীদের নামানো হয়। সাথে বাসটিকে ধরে ফাইন করা হয়, বাসের যাত্রীদের ও সচেতন করেন ট্রাফিক পুলিশ।
একদিকে যেমন ছুটে গিয়ে বাস আটকে যাত্রীদের সুরক্ষাকে নিশ্চিত করেন অন্যদিকে মোটা অংকের ফাইন করে বাসের ড্রাইভার ও কন্ট্রাক্টরকে কড়া ভাসায় ওয়ারনিং দেন।